লাকসাম প্রতিনিধি
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী স্মরণে লাকসামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে পশ্চিমগাঁও আল হেদায়া মিলনায়তনে লাকসাম পৌরসভা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত ও সর্বোচ্চ জান্নাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মহান আল্লাহর দরবারে। সভায় স্বৈরাচারী হাসিনার কারাগারে ২০২৩ সালের ১৪ আগস্ট পৈশাচিক চিকিৎসকদের মাধ্যমে হত্যার শিকার উপমহাদেশের প্রখ্যাত মুফাচ্ছির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শহীদি মর্যাদা ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
অধ্যাপক লিয়াকত আলী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেশ পূনর্গঠনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সহ-সেক্রেটারী ডাঃ আব্দুল মুবিন, লাকসাম পৌরসভা কর্মপরিষদ সদস্য মু. আবুল হাশেম।
অপরদিকে, ওইদিন বিকেলে লাকসাম বাইপাস থেকে একটি মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।