মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম সুমন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বোর্ড কর্তৃক তাকে সভাপতি পদে মনোনীত করা হয়। নব-নির্বাচিত সভাপতিকে এলাকাবাসী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
মো. রেজাউল করিম সুমন দেশের শিল্পাঙ্গনে পরিচিত প্রতিষ্ঠান মামটেক্স লি. ও সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাষ্ট্রিজ লি. এর পরিচালক। তিনি দেবপুর ফাতেমা ইফ্ফাত আরা উম্মুল কোরা নূরানী ও হেফজ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও দেবপুর জনকল্যাণ পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিগত কয়েক বছর থেকে ব্যক্তিগত তহবিল থেকে দেবপুর গ্রামের মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবিক কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছেন।
নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম সুমন এর শ্বশুর মামটেক্স লি. ও সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাষ্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর মো. মোবারক উল্লাহ মজুমদার বিদ্যালয়টির অন্যতম দাতা সদস্য। তিনি একাধিকবার বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকা আজও প্রশংসিত।
মো. রেজাউল করিম সুমন বলেন, আমাকে নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানন্নোয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাধ্যমিক স্তরে বিদ্যালয়টিকে মনোহরগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তর-ই আমার মূল লক্ষ্য। আমার বাবার আদর্শ এবং আমার শ্বশুরের সততার ও সত্যবাদিতার নীতিকে অনুসরণ করে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জের নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিম সুমন
- স্টাফ রিপোর্টার
- আপডেট এর সময় ০৭:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- ১৪৫ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়