কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই গ্রাম জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহঃস্পতিবার ভোগই উত্তর পাড়া মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু। ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বিএনপির নেতা নুরুল ইসলাম ওমর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জুয়েল, মিজানুর রহমান, কামরুল হাসান, উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল-মামুন সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়খ ইস্রাফিল আলম প্রমুখ। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি’র অভিভাবক আবুল কালাম ভাইয়ের নির্দেশে তৃণমূলকে শক্তিশালী করার জন্য সকলকে কাজ করতে হবে। তারা আরো বলেন, দলের মধ্যে কোন বিশৃঙ্খলা করা যাবে না যারা বিশৃঙ্খলা করবে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর। স্বৈরাচারের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত
- জিএম আহসান উল্লাহ
- আপডেট এর সময় ১১:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- ১৪৯ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়