পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে জেলার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে একটি ইটভাটার চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় ইটভাটার চিমনী ভেঙ্গে দেওয়া হয় বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযুক্ত ইটভাটা হচ্ছে- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার মেসার্স মিজি ব্রিকস। পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । জানা যায়, ২১ মার্চ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়, মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন এবং চন্দন বিশ্বাস।
ভাটার চিমনি ভেঙে দেয়ার ব্যাপারে স্থানীয় লোকজন জানান ইটভাটাটি বৈধই ছিলো, বৈধ মালিক ছিলেন কমলপুর গ্রামের আব্দুর রহমান। তারা বলেন এখন যারা ইটভাটা চালাচ্ছেন, তারা ২০১২ সালে ভাটার মালিক আব্দুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক লিখিত নিয়ে ভাটা দখল করে তাকে এলাকাছাড়া করা হয়। তারা আরো বলেন মমিনের নামে থাকা ইটভাটার লাইসেন্স নিজেদের নামে করার চেষ্টা করে ব্যর্থ হয়ে, নবায়ন ছাড়াই দীর্ঘদিন অবৈধভাবে ইটভাটাটি চালিয়ে আসছিলো তারা।
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জে গুড়িয়ে দেয়া হলো ইটভাটা
- কুমিল্লা প্রতিনিধি
- আপডেট এর সময় ০৭:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- ১৪৭ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়