আবু ইউসুফ
আজ বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকা মনোহরগঞ্জে বন্যার প্রভাবে বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগের তত্ত্বাবধানে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবায় ১৩ জন ডাক্তারের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন ডাক্তার কাওসার হামিদ।