কুমিল্লার মনোহরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, থানা প্রশাসন ও প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক উজালা রানী চাকমা, বাংলাদেশ সেনাবাহিনীর মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্বরত ক্যাপ্টেন রেজওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরীফ হোসেন।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা বলেন, সকল ধর্মই শান্তির ধর্ম। কোন ধর্মই অশান্তির বার্তা দেয় না। হিন্দু-মুসলমান, বৌদ্দ-খ্রিষ্টান সকলে মিলে যাতে এ অনুষ্ঠান আনন্দের মধ্য দিয়ে গ্রহণ করে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র বলেন, আমাদের মনোহরগঞ্জে শারদীয় দুর্গোৎসব স্বতঃস্পূর্ত ভাবে সবাই পালন করছে। আইন শৃঙ্খলা এখন পর্যন্ত পুরোপুরি ভালো আছে। আমরা আশা করি সকলের সহযোগিতায় সফলভাবে পূজা সম্পন্ন করতে পারবো।
উল্লেখ্য মনোহরগঞ্জ উপজেলায় এবছর মোট ১২ টি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। তার মধ্যে ১১ টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে প্রতিমা দিয়ে আর ১ টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে ছায়া(প্রতিমা বিহীন) পূজা।
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী
- মনোহরগঞ্জ প্রতিনিধি
- আপডেট এর সময় ১০:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- ১৪৮ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়