ভারতে মহানবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ। শুক্রবার (৪ অক্টোবর ) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিক্ষোভ হয়েছে।
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুর (সাঃ) এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ন বানে কর্তৃক তাকে সমর্থন করায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এ কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্যে বলেন, কোন কাফের মুশরিক আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করলে আমরা ঘরে বসে থাকতে পারিনা। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ করছি, এবং অতিশীঘ্রই আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান, নাইমুর রহমান, দেলোয়ার হোসেন, তানজিদ হোসেন, নাসির উদ্দিন, শরিফ হোসেন, ফরহাদ হোসেন, ফিরোজ আলম, লোকমান হোসেন, মো রিয়াজ, সাগর হোসেন, রাফি, আরমানসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় মুসুল্লিগণ।
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতে মহানবী (সা.)কে কটূক্তি
মনোহরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
- মনোহরগঞ্জ প্রতিনিধি
- আপডেট এর সময় ১২:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- ১৫৩ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়