শিক্ষা কর্মকর্তাদের কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে আজ (২৪/০৯/২০২৪ খ্রি). রোজ মঙ্গলবার বেলা ১১:০০ টার সময় সারাদেশের ৪৯৫ উপজেলার ন্যায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স এর প্রবেশ মুখে “উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার”-এর ব্যানারে “বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারকলিপি পেশ ও মানববন্ধন” এর কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান এর সার্বিক তত্বাবধানে আয়োজিত মানব বন্ধন অনুষ্ঠানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সাথে সরকারী প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বৈষম্য সমুহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, পোঁমগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, নাথের পেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ আবদুল আউয়াল, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম, লক্ষণপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছানাউল্লাহ বাশারী প্রমূখ
ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ ভুঁইয়ার সঞ্চালণায় মানব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার এমপিওভুক্ত ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ টি মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মানববন্ধন ও বক্তব্য শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইউনুস মিয়া ও একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে সকল শিক্ষক কর্মচারীর সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা’র হাতে স্মারকলিপি প্রদান করা হয়।