জিএম আহসান উল্লাহঃ
এ মাটির সন্তান আমি, এই স্কুল প্রাঙ্গণে আমার শৈশবের বেড়ে ওঠা, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি আজ প্রতিষ্ঠিত। অবহেলিত মনোহরগঞ্জ এলাকার উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. আনোয়ার উল্লার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামবাসী ও বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা এই সংবর্ধনর আয়োজন করেন। শনিবার (৯ নভেম্বর) বড় কেশতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মামটেক্স গ্রুপের এমডি বিশিষ্ট রাজনীতিবিদ মোবারক উল্লাহ মজুমদার।
সমাজসেবক সৈয়দ আহমদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের সভাপতি শাহনাজ আক্তার রানুসহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে সচিবকে মনোহরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে সচিব ড. আনোয়ার উল্ল্যাহ
অবহেলিত মনোহরগঞ্জের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে
- জিএম আহসান উল্লাহ
- আপডেট এর সময় ০২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- ১৩১ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়