শনিবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ লাকসামস্থ পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভায় লাকসাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সিনিয়র নির্বাহী সদস্য আবদুল কুদ্দুস, মশিউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক ফারুক আল শারাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক এমএসআই জসিম, সদস্য মনির আহমেদ প্রমূখ।
সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের প্রস্তাবের মাধ্যমে লাকসাম প্রেস ক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে সবার স্বতঃস্ফুর্ত কন্ঠ ভোটের মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটিতে মো. মনির আহমেদ- আহবায়ক, আরিফুর রহমান স্বপন- যুগ্ম আহবায়ক, ফারুক আল শারাহ- সদস্য সচিব নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন- তোফায়েল আহমেদ, মশিউর রহমান সেলিম, মিজানুর রশিদ ও চন্দন সাহা।
আহবায়ক কমিটি নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করে আগামী দুই মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির সদস্য সচিব শারাহ
- লাকসাম প্রতিনিধি
- আপডেট এর সময় ০৭:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- ১৪৫ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়