বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর ২৮তম বার্ষিক কনভেনশন সম্পন্ন

খবরটি শেয়ার করুন

মাননীয় জেলা গভর্নর লায়ন লুৎফর রহমান এর সভাপতিত্বে, রাজধানীর স্বনামধন্ন্য হোটেল শেরাটন -এ লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর ২৮তম বার্ষিক জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়।

কনভেনশনে মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান গত ১৬ মে সকালে অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করে এবং জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন কে এজেন্ডা অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করেন।

এই বার্ষিক কনভেনশনে ইনোগ্লোরাল ও বেনকুয়েট উভয় সেশনের প্রধান অতিথি সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন মোসলেম আলী খান।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, গ্যাট এরিয়া লিডার ও আইডি এন্ডোরসী লায়ন নাজমুল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন আব্দুল ওহাব, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান রেজাউল হক, মাল্টিপল পিডিজি ফোরাম চেয়ারম্যান এম এ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাস্ট লেডি অফ্ ডিস্ট্রিক্ট লায়ন শিরিন আক্তার রুবি, জেলা গভর্ণর ইলেক্ট লায়ন আশরাফ হোসেন খান হিরা ও তার স্পাউস ফাতিমা কাদির হুমা, প্রথম ভাইস জেলা গভর্ণর ইলেক্ট ডঃ এ কে এম সারোয়ার জাহান জামিল ও স্পাউস আমেনা সাহিন মুনা, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর ইলেক্ট ডঃ মাজহারুল আনোয়ার সাজাহান ও স্পাউস আসমা আক্তার, কনভেনশন চেয়ারপারসন ইন্জিঃ আনোয়ার পারভেজ সাগর ও স্পাউস রেহেনা আক্তার, জেলা গভর্নর জেলা এ২ জাস্টিস বশির উল্লাহ ও তার ডিজি টিম ও উক্ত জেলার পিডিজিবৃন্দ, জেলা গভর্নর জেলা এ৩ ফারহানা বক্স, তার ডিজি টিম ও পিডিজি বৃন্দ, জেলা গভর্নর জেলা বি২ আহমেদ উজ্জামান, তার ডিজি টিম ও পিডিজি বৃন্দ, জেলা গভর্নর জেলা বি৩ ফারহানা নাজ সুধা, তার ডিজি টিম ও পিডিজি বৃন্দ, জেলা গভর্নর জেলা বি৪ মহিউদ্দিন চৌধুরীর ও ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) মোসলেউদদীন আহমেদ অপু সহ আরো উপস্থিত ছিলো জেলা বি১ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন বেনাজির আহম্মেদ, পিসিসি লায়ন ইকবাল এইচ খান, লায়ন পিসিসি নুরুল ইসলাম মোল্লা, লায়ন পিসিসি মোহাম্মদ ফারুক, লায়ন আব্দুল হামিদ, লায়ন মজিবুল হক চুন্নু, লায়ন নিশাত পারভিন হক, নিলুফার ইয়াসমিন, মিয়া মোহাম্মদ মুরাদুজ্জামান, লায়ন ডঃ মোহাম্মদ আজিজ, লায়ন মোস্তফা কামাল, লায়ন হাবিবুর রহমান নান্নু, লায়ন হেলেন আক্তার নাসরিন, লায়ন দেওয়ান নাসিরুল হক, লায়ন শাহেনা রহমান, জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, তার স্পাউস লায়ন আরফিন আজিজ সারিকা, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আসাদুজ্জামান ও তার স্পাউস লায়ন রোকশানা আক্তার, কনভেনশন কো-চেয়ারপারসন লায়ন মামুন আহম্মেদ, কনভেনশন সেক্রেটারী লায়ন আশরাফুল ইসলাম শামীম, ট্রেজারার লায়ন নাসিমা আলম সহ কনভেনশনে
প্রায় ৫ শতাধিক লায়ন্স সদস্যবৃন্দ এবং মাল্টিপল জেলা থেকে আগত লায়ন নেতারা উপস্থিত হয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

উক্ত কনভেনশনে, মাননীয় জেলা গভর্ণর নতুন নির্বাচিত ২০২৪-২০২৫ লায়ন বর্ষের নেতৃবৃন্দদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন তার এই একটি বছরের সকল সেবা মুলক কাজে অভিজ্ঞতা নিয়ে তাদের পাশে থেকে কাজ করে যাবেন মানব সেবা মঞ্চে।

সারাদিনব্যাপী অনুষ্ঠানের এজেন্ডা অনুযায়ী ইনোগ্লোরাল সেশন, প্লেনারী সেশন, ডেলিগেট সেশন ও বেনকুয়েট সেশন এর মধ্য দিয়ে একটি সুন্দর ও সফল বার্ষিক কনভেনশনের পরিসমাপ্তী ঘটে।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর ২৮তম বার্ষিক কনভেনশন সম্পন্ন

আপডেট এর সময় ১০:১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
খবরটি শেয়ার করুন

মাননীয় জেলা গভর্নর লায়ন লুৎফর রহমান এর সভাপতিত্বে, রাজধানীর স্বনামধন্ন্য হোটেল শেরাটন -এ লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর ২৮তম বার্ষিক জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়।

কনভেনশনে মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান গত ১৬ মে সকালে অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করে এবং জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন কে এজেন্ডা অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করেন।

এই বার্ষিক কনভেনশনে ইনোগ্লোরাল ও বেনকুয়েট উভয় সেশনের প্রধান অতিথি সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন মোসলেম আলী খান।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, গ্যাট এরিয়া লিডার ও আইডি এন্ডোরসী লায়ন নাজমুল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন আব্দুল ওহাব, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান রেজাউল হক, মাল্টিপল পিডিজি ফোরাম চেয়ারম্যান এম এ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাস্ট লেডি অফ্ ডিস্ট্রিক্ট লায়ন শিরিন আক্তার রুবি, জেলা গভর্ণর ইলেক্ট লায়ন আশরাফ হোসেন খান হিরা ও তার স্পাউস ফাতিমা কাদির হুমা, প্রথম ভাইস জেলা গভর্ণর ইলেক্ট ডঃ এ কে এম সারোয়ার জাহান জামিল ও স্পাউস আমেনা সাহিন মুনা, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর ইলেক্ট ডঃ মাজহারুল আনোয়ার সাজাহান ও স্পাউস আসমা আক্তার, কনভেনশন চেয়ারপারসন ইন্জিঃ আনোয়ার পারভেজ সাগর ও স্পাউস রেহেনা আক্তার, জেলা গভর্নর জেলা এ২ জাস্টিস বশির উল্লাহ ও তার ডিজি টিম ও উক্ত জেলার পিডিজিবৃন্দ, জেলা গভর্নর জেলা এ৩ ফারহানা বক্স, তার ডিজি টিম ও পিডিজি বৃন্দ, জেলা গভর্নর জেলা বি২ আহমেদ উজ্জামান, তার ডিজি টিম ও পিডিজি বৃন্দ, জেলা গভর্নর জেলা বি৩ ফারহানা নাজ সুধা, তার ডিজি টিম ও পিডিজি বৃন্দ, জেলা গভর্নর জেলা বি৪ মহিউদ্দিন চৌধুরীর ও ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) মোসলেউদদীন আহমেদ অপু সহ আরো উপস্থিত ছিলো জেলা বি১ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন বেনাজির আহম্মেদ, পিসিসি লায়ন ইকবাল এইচ খান, লায়ন পিসিসি নুরুল ইসলাম মোল্লা, লায়ন পিসিসি মোহাম্মদ ফারুক, লায়ন আব্দুল হামিদ, লায়ন মজিবুল হক চুন্নু, লায়ন নিশাত পারভিন হক, নিলুফার ইয়াসমিন, মিয়া মোহাম্মদ মুরাদুজ্জামান, লায়ন ডঃ মোহাম্মদ আজিজ, লায়ন মোস্তফা কামাল, লায়ন হাবিবুর রহমান নান্নু, লায়ন হেলেন আক্তার নাসরিন, লায়ন দেওয়ান নাসিরুল হক, লায়ন শাহেনা রহমান, জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, তার স্পাউস লায়ন আরফিন আজিজ সারিকা, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আসাদুজ্জামান ও তার স্পাউস লায়ন রোকশানা আক্তার, কনভেনশন কো-চেয়ারপারসন লায়ন মামুন আহম্মেদ, কনভেনশন সেক্রেটারী লায়ন আশরাফুল ইসলাম শামীম, ট্রেজারার লায়ন নাসিমা আলম সহ কনভেনশনে
প্রায় ৫ শতাধিক লায়ন্স সদস্যবৃন্দ এবং মাল্টিপল জেলা থেকে আগত লায়ন নেতারা উপস্থিত হয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

উক্ত কনভেনশনে, মাননীয় জেলা গভর্ণর নতুন নির্বাচিত ২০২৪-২০২৫ লায়ন বর্ষের নেতৃবৃন্দদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন তার এই একটি বছরের সকল সেবা মুলক কাজে অভিজ্ঞতা নিয়ে তাদের পাশে থেকে কাজ করে যাবেন মানব সেবা মঞ্চে।

সারাদিনব্যাপী অনুষ্ঠানের এজেন্ডা অনুযায়ী ইনোগ্লোরাল সেশন, প্লেনারী সেশন, ডেলিগেট সেশন ও বেনকুয়েট সেশন এর মধ্য দিয়ে একটি সুন্দর ও সফল বার্ষিক কনভেনশনের পরিসমাপ্তী ঘটে।