“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা মাস (০১-৩০ সেপ্টেম্বর) উপলক্ষে বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নাথেরপেটুয়া উপ-শাখায় গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাথেরপেটুয়া উপশাখার ব্যবস্থাপক মোঃ আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা প্রধান মো. ছানা উল্যাহ।
ইসলামী ব্যাংক নাথেরপেটুয়া উপশাখার ডেপুটি ইনচার্জ আবদুল্লাহ তৌহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাথেরপেটুয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, ভোলাইন আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নোমান শরীফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা ফোরম্যান, লক্ষণপুর ফাযিল মাদ্রাসার অধ্যাপক ছাইদুর রহমান, জামায়াত নেতা দিদারুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবদুল গোফরান ভূঁইয়া, সহ-সভাপতি শাহজাহান পাটোয়ারী, জামায়াত নেতা মাস্টার সফিকুর রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি আরিফুল ইসলাম পরশ, যুবদল নেতা আবদুর রাজ্জাক স্বপন প্রমুখ। এ সময় ব্যাংকটির গ্রাহক ও স্থানীয় মার্কেটের ব্যবসায়িবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা প্রধান মো. ছানা উল্যাহ বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের প্রথম শরী’আহ ভিত্তিক ব্যাংক। ৪০ বছর ধরে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা প্রদানের কারণে এই ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। এসময় তিনি সহজলভ্য ও নিরাপদ লেনদেনের জন্য ইসলামী ব্যাংকে হিসাব খোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।