দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সাথে বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকেও তলব করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম তাদের তলব করে পৃথক চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচনপূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিসও দিয়েছিল।
চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যদিকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর বার্তা দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা দিলে কঠোর ব্যবস্থা, প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে।’
বিষয়টি নিয়ে কথা বলছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও। রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, নির্বাচন কমিশন কারও প্রার্থিতা বাতিল করলে আওয়ামী লীগের কিছু বলার নেই। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। যৌক্তিক কোনো কারণে সে রকম (প্রার্থিতা বাতিল) কোনো ব্যবস্থা নেওয়া হলে আমাদের কিছু বলার নেই।’
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।