কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট নির্বাচিত হলেন ড. সুমাইয়া আফরিন সানি।
তিনি ২০১৪ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরের বছর মার্চ মাসে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ঐ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ড. সুমাইয়া আফরিন সানি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বি এ অনার্স ও এম এ ডিগ্রি লাভ করেন। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (থিসিস গ্রুপ) উভয় পরীক্ষায় তিনি সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
সুমাইয়া আফরিন সানি ২০১৮ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক পিএইচডি ফেলোশিপ প্রাপ্ত হন। এই ফেলোশিপের মাধ্যমে ২০২৩ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলাদেশের পাঁচজন (সৈয়দ ওয়ালী উল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, হাসন আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস) কথাকারের গল্প "মনস্তাত্ত্বিক বাস্তবতা " শিরোনামে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এ যাবৎ কালে তাঁর প্রকাশিত প্রবন্ধের সংখ্যা সাত (০৭) টি।
২০২১ সালে " জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ জয়িতা এবং চট্টগ্রাম বিভাগের নির্বাচিত জয়িতার সম্মানে ভূষিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।