জিএম আহসান উল্লাহ
জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল পুনঃখননের দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। আজ (১১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, অবৈধভাবে খাল দখল করে কেউ দোকান নির্মাণ করেছেন, কেউ পুকুরের সাথে একিভুত করে দখলে নিয়েছেন। অবৈধ দখলবাজির দিন শেষ।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মোঃ নুরুন্নবী বলেন, বিগত সরকারের সোনার ছেলেরা চর দখলের ন্যায় খালগুলো দখল করে নিয়েছে। দখলের ফলে স্মরণকালের ভয়াবহ বন্যার পানি দীর্ঘ এক মাস হতে চলেছে এ অঞ্চলের পানি কমছে না। তিনি খালগুলো দখল মুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ সাহাবুদ্দিন হায়দার যারা অবৈধভাবে খাল দখল করে রেখেছেন তাদেরকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয়ার আহবান জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আরিফুর রহমান বলেন, যেখানে সেখানে খালে বাঁধ দিয়ে, স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করা হয়েছে। অন্যান্য স্থানে পানি কমে গেছে কিন্তু আমাদের এলাকার পানি কমছে না, কৃত্রিম এ জলাবদ্ধতা নিরসনে খালটি দখল মুক্ত করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, উত্তর হাওলা বিএনপির সাবেক সভাপতি জাফর ইকবাল বাচ্চু, নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গোফরান ভুইয়া, ছাত্রনেতা সাইফুদ্দিন মাহমুদ লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নাইমুর রহমান, হাফেজ শরাফত করীমসহ অনেকে।