কুমিল্লার মনোহরগঞ্জে এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুর্নীতি মামলার দশবছরের সাজাপ্রাপ্ত আসামি ৩১ বছর আত্মগোপনে থেকে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।
রবিবার দিবাগত রাতে মনোহরগঞ্জ থানা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আবদুল মতিন পাটোয়ারী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাউপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, আসামীর বিরুদ্ধে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারী দূর্নীতির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়। এ মামলায় বিচার প্রক্রিয়া শেষে মহানগর বিশেষ দায়রা জজ চট্টগ্রাম আদালত আসামিকে দশ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার পর হইতে আসামি পলাতক ছিল। দূর্নীতির মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন পাটোয়ারী দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মনোহরগঞ্জ থানার এএসআই লিংকন দেব সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ৯ জুন রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।