আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নাসরিন, অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির, ওসি তদন্ত আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জদুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, রাজনৈতিক দলের বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা জানান, মনোহরগঞ্জে মোট ১২ টি মন্ডপ রয়েছে। ইতিমধ্যে প্রত্যেক মন্ডপের সার্বিক বিষয় তদারকির জন্য একজন করে উপজেলা প্রশাসনের প্রতিনিধিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনে ৬টি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। আনসার ভিডিপির সদস্যদের প্রত্যেক মন্ডপের পাহারার জন্য আলাদা আলাদা টিম গঠন করে দেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সুধীজনের সমন্বয়ে প্রত্যেক মন্ডপের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রত্যেক মন্ডপকে সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে যেখানে সংযুক্ত রয়েছেন ডিসি মহোদয়, এসপি মহোদয় ও ইউএনও। আমার বিশ্বাস মনোহরগঞ্জের সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ করতে পারবো।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
মনোহরগঞ্জে পূজা উদযাপন কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়
- জিএম আহসান উল্লাহ
- আপডেট এর সময় ০৬:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- ১৪৪ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়