এম.এ মান্নান
লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও চৈতী গ্রুপের ব্যবস্থাপনা
পরিচালক মো.আবুল কালাম।
তিনি রবিবার সকাল থেকে লাকসাম পৌরসভা, উপজেলার পূর্ব লাকসাম, আজকরা ইউনিয়নের বিভিন্ন এলাকা, উত্তরদা,গোবিন্দপুর ইউনিয়নের রাজাপুর বাজারসহ বিভিন্ন এলাকা ও খিলা ইউনিয়নের খিলা বাজারসহ বিভিন্ন এলাকা এবং স্কুল কলেজসহ কয়েকটি আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন সময় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে আবুল কালাম সাংবাদিকদের জানান, লাকসাম মনোহরগঞ্জের মানুষের জন্য অতীতেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। বর্তমান বন্যা পরিস্থিতিতে প্রয়োজনীয় যা কিছু করার সব করা হবে।
এ সময় লাকসাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।