আবু ইউসুফ
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উদ্যোগে শুক্রবার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে নগদ অর্থ ও পানিবন্দি বন্যার্তদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি কাতার প্রবাসী মোঃ জসিম উদ্দীন, এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন সোহাগ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিঝি, ছাত্রনেতা নুরুল আলমসহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বন্যা শুরুর পর থেকেই উপজেলার বিভিন্নস্থানে বন্যার্তদের মাঝে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দীন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।