রবিবার (১১ মে) তীব্র প্রতিযোগিতামুলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (BGAPMEA) এর নির্বাচন। নির্বাচনে মনোহরগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর মোবারক উল্লাহ মজুমদার ঐক্য পরিষদের প্যানেলে পরিচালক পদে প্রার্থী হয়ে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। তিনি চতুর্থবারের মতো পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। মো. মোবারক উল্লাহ মজুমদার মামটেক্স লি. ও সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাষ্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তার এমন অর্জনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি ছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সফল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা হিসেবে মো. মোবারক উল্লাহ মজুমদার বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (BGAPMEA) এর নির্বাচিত পরিচালকদের সমন্বয়ে গঠিত কার্যকরি কমিটির ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন।
মো. মোবারক উল্লাহ মজুমদার একজন সফল শিল্প উদ্যোক্তা। তিনি চার দশক পূর্বে কর্মজীবন ও ব্যবসায়িক জীবন শুরু করে সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছেন। বাংলাদেশের Narrow Fabrics এর পথ প্রদর্শক এবং পথিকৃত Italy, Germany, Swietzerland, Taiwan, China & Korea তে "Narrow Fabrics" এর উপর Technical Training করা একমাত্র বাংলাদেশী। তিনি Narrow Fabrics এর মেশিনারীজসহ কাঁচামাল, Garments Accessories এর বিভিন্ন মেশিনারীজ, Textiles এর মেশিনারীজ এর ইনডেন্টিং-এ দীর্ঘ ২ যুগেরও বেশী অভিজ্ঞতাসম্পন্ন। তিনি টানা তিন টার্ম BGAPMEA এর নির্বাচিত Director এবং বহু স্ট্যান্ডিং কমিটির একাধিকবার সক্রিয় সাবেক সদস্য।
মো. মোবারক উল্লাহ মজুমদার সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে একজন মানবিক মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন। তিনি সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা ইফ্ফাত আরা উম্মুল ক্বোরা নূরানী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি তিনি এককভাবে নিজের ব্যক্তিগত অর্থায়নে পরিচালনা করে আসছেন। তিনি শাহ শরীফ ডিগ্রী কলেজ, নরহরিপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ও নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের দাতা এবং দেবপুর জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা। তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক সহযোগিতার পাশাপাশি সামাজিক, স্বেচ্ছাসেবামুলক কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন। তিনি একজন দানবীর হিসেবেও বেশ পরিচিত। তিনি প্রচারবিমুখ একজন ব্যক্তিত্ব।
ঐক্য পরিষদের প্যানেলে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (BGAPMEA) এর পরিচালক পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর মোবারক উল্লাহ মজুমদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিএপিএমইএ-এর সার্বিক উন্নয়নে স্বভাবসুলভ অতীতের মতো সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাবো।
তিনি আরও জানান, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য- কালজয়ী এ বাক্যটি হৃদয়ে ধারণ করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।