মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতের তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষে শনিবার মান্দারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ সরওয়ার জাহান ভূঁইয়া দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মুর্তুজা ভূঁইয়া, এস এম মুনসুর, আবদুল মুনাফ চেয়ারম্যান, মোহাম্মদ আলী, এম শওকত হোসেন শিহাব।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বাসেত এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মোজাম্মেল, যুবদল সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সভাপতি শহিদুল্লাহ মিজি, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মেহেদীসহ
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।