কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনের ছোট ভাই মাদক সম্রাট সহেল হোসেন সাদ্দামকে (৩৪) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে সোমবার (২২ এপ্রিল) রাত ১০টায় তার দোকান থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই জানায়, মাদক কারবার ছাড়াও সাদ্দাম নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৯টার দিকে বিপুলাসার বাজারস্থ মফিজ মিয়ার মার্কেটের সহেল হোসেন ওরফে সাদ্দামের 'মা-বাবার দোয়া' নামক অটো গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় সাদ্দামের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোছর থেকে ৭৪ পিস এবং তার দেয়া তথ্যমতে ক্যাশবাক্স থেকে আরো ৫০ পিসসহ ১২৪ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ২শ টাকা ও ৩টি স্মার্ট ফোনসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারি সহেল হোসেন ওরফে সাদ্দাম ইউনিয়নের সাইকচাইল চেয়ারম্যান বাড়ীর মৃত. মোবারক উল্লার ছেলে।
অভিযানে অংশ নেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক মোঃ আবদুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক ফরিদ আহমদ, সিপাই মোঃ আরিফুর রহমান, মোরশেদ আলম, গোলাম সারওয়ার আরিফ।
মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মাদক কারবারি সহেল হোসেন সাদ্দামকে আজ (২৩ এপ্রিল) কুমিল্লা আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।