কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামে পুড়ে গেছে দুই পরিবারের রান্নাঘরসহ পাঁচটি বসতঘর। ছাই হয়ে গেছে ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর
মসজিদ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে
মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবারের স্বজন মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়ন শ্রীপুর মসজিদ বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মিলন মিয়ার স্ত্রী ওই দিন দুপুরে দুধ ঘরম করতে তাদের রান্না ঘরে গ্যাসের চুলায় জ্বালিয়ে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েন ওই গৃহকর্মী। হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই মিলন মিয়ার ভাই ফরিদ মিয়ার বসত ঘর এবং তাদের রান্না ঘরের আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তাদের তিনটি বসতঘর ও দুই রান্নাঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভটুন বড়ুয়া রাতে সাংবাদিকদের জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে দু’টি পরিবারের দুইটি রান্নাঘর ও ৩টি বসতঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা হতে পারে বলে তিনি জানান।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে পাঁচটি ঘর
- মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট এর সময় ০৭:১৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- ১৪০ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়