ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল স্মরণসভা ও মৌন মিছিল আয়োজন করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ অক্টোবর) মনোহরগঞ্জ কলেজ হল রুমে এই স্মরণসভার আয়োজন করা হয়। ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আহসান উল্লাহ। উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সাফায়েত হোসেন সবুজ এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম সুজন, মিনার হোসেন, সরোয়ার মোর্শেদ সাওন, মজিবুর রহমান শান্ত, মোস্তাফিজুর রহমান আশিকসহ প্রমুখ।
এসময় বক্তারা আবরার ফাহাদের স্মরণে তার জীবন, তার সাহসিকতা, এবং শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে তাদের মতামত ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, এই হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় যে, ছাত্ররাজনীতি যদি সঠিক পথে পরিচালিত না হয়, তবে তা কীভাবে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। আবরারের মতো আর কোনো শিক্ষার্থী যেন এভাবে প্রাণ না হারায়, সেই জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
স্মরণ সভা শেষে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।