মনোহরগঞ্জ প্রতিনিধি
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকি। নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে ও সত্যের পক্ষে আমরা সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা ফখরুদ্দিন আহম্মেদ, জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবদীন পাটওয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী, সাবেক আমির প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, মাওলানা আব্দুর জাহের, মাও. হারুন রশিদ ভুঁইয়া, মাও আঃ ওহাব, কুমিল্লা জেলা দক্ষিণ শিবির সভাপতি নজরুল ইসলাম, সমাপনী বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল গোফরান ভূঁইয়া প্রমুখ। এতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী ছাত্র, জনতাকে সংবর্ধনা প্রদান ও আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।