মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষে এই কর্মী সমাবেশ করেন। শনিবার (৯ নভেম্বর) ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে নীলকান্ত সরকারী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এসএম মুনসুর, মনজুরুল আলম মজনু, আবদুল মুনাফ চেয়ারম্যান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, যুবদল সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জুয়েল, মোবারক হোসেন।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল মান্নান, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন। এসময় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলী আক্কাস, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক অজি উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেন বিল্লাল, নুর মোহাম্মদ মেহেদী, নাদিম মাহমুদ, নজরুল ইসলাম সুজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- মনোহরগঞ্জ প্রতিনিধি
- আপডেট এর সময় ০২:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- ১১১ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়