সালিশি-বৈঠকে সন্ত্রাসী হামলায় নিহত দিনমজুর বাবুল মিয়ার পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতেশ্বর গ্রামে বাবুলের বাড়িতে যান। এসময় তিনি নিহত বাবুলের পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। তিনি বলেন, বাবুল হত্যার ঘটনা খুব দুঃখজনক। এমন হত্যাকান্ড কারো কাম্য নয় জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য থানা প্রশাসনের প্রতি নির্দেশ দেন। এসময় উপস্থিত মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে। উল্লেখ্য (১৩ অক্টোবর) সাতেশ্বর গ্রামে একটি সালিশ-বৈঠকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বাবুল সংঘর্ষ থামাতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে বাবুলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে মনোহরগঞ্জ থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।