আবু ইউসুফ
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে মনোহরগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের দিকনির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন আজম, উত্তর ঝলম বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল মুন্সি, মোঃ মানিক, হাসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন জয়, সরসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউনুস, সদস্য সচিব দেলোয়ার হোসেন, মৈশাতুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ আলম মানিক, খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সবুজ, উত্তর ঝলম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সুমন, ঝলম দক্ষিণ ইউনিয়নের ফখরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।