আত্ম মানবতার সেবায় আত্ম প্রকাশ করলো কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ক্যান্সার ফাউন্ডেশন। মরণব্যাধী ক্যান্সার রোগীদের আর্থিক, মানসিক সাহায্যের স্বপ্ন নিয়ে বিশেষ করে এ এস আসিফ চৌধুরী, মো: মানিক কামাল, মো: হাবিব সাদ্দাম, রায়হান হোসেন, মুক্তার হোসেন, সোহেল তাজ, আজিম সৌরভ, জ্যাকি মাহমুদ, মীর হোসেন রুবেল এর উদ্যোগে গঠিত হাসনাবাদ ইউনিয়ন ক্যান্সার ফাউন্ডেশনের র্যালির মাধ্যমে পথ চলা শুরু হলো। গত মঙ্গলবার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজারে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শুরুর আগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মোঃ আবু ইউসুফ, তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল হোসেনসহ অনেকেই। র্যালি শেষে এলাকার ৩ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়। ভবিষ্যতে এলাকার কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে উদ্যোগ নেয়া হবে জানিয়ে এর উদ্যোক্তরা এলাকার সকল রাজনৈতিক, সামাজিক এবং বিত্তবানসহ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।