আবু ইউসুফ
মনোহরগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাতার প্রবাসী, সাবেক ছাত্রনেতা ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ৬শ' পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।
শুক্রবার উপজেলার ঝলম, হাটিরপাড়, দিশাবন্দ, হাউরা, পোমগাঁও, বাইশগাঁও, যাদবপুর, লাউলহরি, ডুমুরিয়া গ্রামে খাবার বিতরণ করা হয়। জসিম উদ্দিন বলেন বন্যাকবলিত উপজেলার সবগুলো ইউনিয়নে ও আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করা হবে ইনশাআল্লাহ। এসময় তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, সমাজসেবক আব্দুল খালেক মোল্লা, উন্নয়ন ফোরামের সেক্রেটারি মাঈনউদ্দিন সোহাগ, জাহাঙ্গীর আলম মিঝি, নির্বাহী সদস্য আশিক এলাহী, সাইফুল ইসলাম, শিব্বির আহমেদ, তাওহীদুল ইসলাম, হাফেজ নুরে আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।