কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সকল স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্ন মনোহরগঞ্জ গড়ার অঙ্গীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সভাপতিত্বে “পরিচ্ছন্ন মনোহরগঞ্জ-২৪” এর আওতায় সাপ্তাহব্যাপী স্বেচ্ছাসেবী টিম মনোহরগঞ্জ প্রতিটি ইউনিয়নে অবৈধ বাঁধ, জাল, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতা নিয়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১১টি ইউনিয়নে কাজ করবে। সে লক্ষ্যে বুধবার উপজেলা অডিটোরিয়ামে এক প্রস্ততি সভা করেন।
সভায় ১১ টি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবীরা স্বতঃস্পূর্ত ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত স্বেচ্ছাসেবীদেরকে টিম আকারে ১১ ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়। দায়িত্ব প্রাপ্তরা আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল হাসান, সাংবাদিক আবুল খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রতিবন্দী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মোঃ আরিফুর রহমানসহ প্রমুখ।