জাতীয়তাবাদি যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে। এতে প্রায় দুইশতাধিক গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী লাকসাম পৌরশহরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনের মাঠে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্প এর পাশাপাশি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান দুলালের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, সাবেক আহবায়ক আবু বকর ছিদ্দিক মিল্টন, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী হায়দার মামুন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ফাহাদ, পৌরসভা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মহসিন, সদস্য সচিব সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।