ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মো. হানিফ মিয়া (৪০) নামে ঢামেক হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, অতিরিক্ত গরমে হানিফ মিয়া ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন।
জানা যায়, হানিফ মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া থানার পুরান গাউদ্দিয়া গ্রামের মৃত নুরুল হক হাজির ছেলে। বর্তমানে রায়েরবাগে ভাড়া থাকতেন তিনি। তাঁর এক মেয়ে দুই ছেলে।
বুধবার দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. হানিফ মিয়ার সহকর্মী মো. সহিদ মিয়া বলেন, ‘হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় কেবিন ব্লকে রাতে ডিউটি শেষে সকালের দিকে বাসায় ফিরে যান হানিফ মিয়া। এরপর দুপুরের দিকে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হানিফ মিয়া আর বেঁচে নেই।’
সহকর্মী সহিদ মিয়া আরও বলেন, হানিফ মিয়ার মৃত্যুর কারণ জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন ‘হিট স্ট্রোকে’ হানিফ মিয়া মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গরমের কারণে আজ সকাল থেকে বেলা ২টা পর্যন্ত দুই জনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ঢামেক হাসপাতালের কর্মচারী মো. হানিফ মিয়াকে জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর জনকে মেডিসিন ভবনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের সরকারি কর্মচারী হানিফ মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।