লাকসাম প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন আসিফের সভাপতিত্বে পশ্চিমগাঁও আল-হেদায়া ইসলামীয়া মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুৃৃমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দীন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সহকারি সেক্রেটারি মাষ্টার শাহআলম, আল-আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, নয়াদিগন্ত লাকসাম প্রতিনিধি মিজানুর রশীদ, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা স্কুল ও কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, লাকসাম শহর সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, ৫নং ওয়ার্ড সেক্রেটারি সাজেদুল আলম সানজিদ প্রমুখ।
কর্মিসভায় আমন্ত্রিত মেহমানবৃন্দ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ -উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো তুলে ধরে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে ছাত্রদের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা করেন।