লাকসাম প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জš§দিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদলের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব নুর হোসেন চেয়ারম্যান, লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মশু, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান দুলাল, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপি নেতা আবুল কালামের সুস্থতা কামনা এবং আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।