লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা শাখায় ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে ডঃ সরওয়ার সিদ্দিকী ইসলামী অনুশাসনের মাধ্যমে কল্যাণমূখী সমাজ বিনির্মাণে নৈতিক চরিত্র সম্বলিত সুনাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে নিজেদের গড়তে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।
ছাত্রশিবিরের লাকসাম শহর শাখা সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মু. মিজানুর রহমান, জেলা অফিস সম্পাদক সাফায়েত উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের আমির সাইফুল ইসলাম খোকন।
এ সময় ছাত্রশিবিরের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা শাখার নেতা-কর্মী ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।