এম.এ মান্নান লাকসাম প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় বন্যার্ত ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার লাকসাম থানা রোড সংলগ্ন বিএনপি দলীয় প্রধান কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়। পরে দোয়া মোনাজাতের শেষে বন্যার্ত ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম । এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদল,সদন্য সচিব নূর হোসেন,পৌর বিএনপির আহয়ক আব্দুল হাসেম মানু ,সদস্য সচিব আবুল হোসেন মিলন ও যুবদল,ছাত্রদলসহ, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খিলা রেলওয়ে স্টেশনে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রহমত উল্লাহ জিকুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।