রাষ্ট্রপতির পদত্যাগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লাকসামে বিক্ষোভ ঝাড়ু মিছিল করেছেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে পৌরশহরে হাউজিং মসজিদের থেকে শহরের বিভিন্ন সড়কে উপজেলা ও পৌরসভার যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদ,যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিছুর রহমান দুলাল,পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শফিউল্লাহ, সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবু বকর ছিদ্দিক মিল্টন, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী হায়দার মামুন,যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ফাহাদ, পৌরসভা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মহসিন, সদস্য সচিব সাখাওয়াত হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।