লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে লাকসাম উত্তর বাজার দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের দিকনির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরে আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, সাবেক যুবদল নেতা লুৎফর রহমান জুয়েল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেসবাহুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব আলী হায়দার মামুন, উপজেলা সদস্য সচিব নুরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দলের নির্যাতিত-নিপীড়িত নেতা-কর্মীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের পাশে থেকে সুশাসন কায়েমের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে আপোষ করে নিপীড়ক আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দানকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ ইঞ্জিঃ জিএম আহসান উল্লাহ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট বাহা উদ্দিন বাহার।
ইমেলঃ news@sokolerkhabor.com
বার্তা ও বাণিজ্যিকঃ ০১৭১৫-২৫২৬০৮ , ০১৬৩৮২৬০৯৩৪
অফিসঃ ৬০নং চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
কারিগরী সহায়তায়ঃ বিডি আইটি হোম-০১৭০০৬০৩০৪০,লাকসাম,কুমিল্লা।