লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, গত চলতি বছরের ১৩ সেপ্টেম্বর শুক্রবার লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত লাকসাম দৌলতগঞ্জ বাজারের সকল বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়ে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম। সভায় উপস্থিতি সকল ব্যবসায়ীবৃন্দের সিদ্ধান্ত একটি আহবায়ক কমিটি অনুমোদনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
২৫ সেপ্টেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো: আবুল কালামের স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে লাকসাম পৌরসভার সাবেক মেয়র, ভাইয়া গ্রুপের পরিচালক ও ভাইয়া অটো রাইস মিলের চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ আহবায়ক, আবুল হাশেম মানু যুগ্ম আহবায়ক ও লাকসাম ডায়াগনস্টিক হাসপাতালের চেয়ারম্যান ড.সরোয়ার সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে।