সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উদ্যোগে মানববন্ধনেঅংশগ্রহণ করেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্কষকগন। লালচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মাসুম বিল্লাহ ের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ও জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল দেবনাথ।
তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক বাহা উদ্দিন বাহার এর সভাপতিত্তে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক ফজলে আজিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাওড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজয় কর্মকার।
বক্তব্য প্রদান করেন আশিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মজুমদার, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কায়সার মাহমুদ, ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামিন শরীফ, আসিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা ভুঁইয়া, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকেয়া বেগম।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহীর প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি জমা দেন তারা।
শিক্ষকদের থেকে পাওয়া স্মারকলিপির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা।