মনোহরগঞ্জে টিসিবির কার্ড হালনাগাদ করার লক্ষে ১৬ অক্টোবর বুধবার মনোহরগঞ্জ উপজেলা হলরুমে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরনবী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আবু ইউসুফ, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ অজিউল্লাহ, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহা: মহিউদ্দীন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা। এছাড়াও বিভিন্ন সংবাদপত্রের উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিবরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা বিগত সরকারের সময়ে করা টিসিবির কার্ড নিয়ে বিভিন্ন অনিয়ম তুলে ধরে সেগুলো সংস্কার এবং বর্তমান হালনাগাদে দলমত না দেখে প্রকৃত স্বল্প আয়ের মানুষরা যেন টিসিবির উপকারভোগী হতে পারেন সেজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। সভায় টিসিবির কার্ড হালনাগাদ করার জন্য উপজেলার ১১ ইউনিয়নের জন্য আলাদা ১১টি কমিটি করে দেয়া হয়।
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
টিসিবির কার্ড হালনাগাদ
মনোহরগঞ্জে বিশিষ্টজনদের সাথে ইউএনও’র মতবিনিময়
- জিএম আহসান উল্লাহ
- আপডেট এর সময় ০৯:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- ১৪৯ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়