মনোহরগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় জেড. এম. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদ হাসান, কৃষি কর্মকর্তা মোঃ মিলন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার ওবায়েদুল হক তারেকসহ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা কার্যালয় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ভাতা ও অনুদান দিয়ে আসছে। আপনারা এই অনুদান নিয়ে বাড়িতে বিভিন্ন ক্ষুদ্র প্রকল্প করে স্বাবলম্বী হতে পারেন। এছাড়া ইদানিং আপনারা ভাতাভোগীরা বিভিন্ন প্রতারণার স্বীকার হচ্ছেন। আপনারা সচেতন হতে হবে, কোন প্রতারক যদি সমাজসেবা অফিসের নাম বলে আপনাকে বিভিন্ন লোভ দেখিয়ে টাকা চাইবে বা আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড চাইবে আপনারা সাথে সাথে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন অথবা মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন।
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার
- মনোহরগঞ্জ প্রতিনিধি
- আপডেট এর সময় ০৭:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- ১৫০ কত জন দেখেছেন
ট্যাগঃ
জনপ্রিয়